ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিকল্পধারার ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
বিকল্পধারার ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যুক্তফ্রন্ট ও বিকল্পধারা মনোনীত ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।  

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রার্থীরা হলেন- দিনাজপুর-২ আসনে মো. আশরাফুল ইসলাম, রংপুর-২ আসনে ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ তালুকদার, কুড়িগ্রাম-২ আসনে আবুল বাশার, রাজশাহী-৩ আসনে মো. মনিরুজ্জামান, নাটোর-৩ আসনে মনজুর আলম হাসু, সাতক্ষীরা-৪ আসনে এইচএম গোলাম রেজা, বরিশাল-১ আসনে সরদার শামস আল-মামুন, বরিশাল-৩ আসনে মো. এনায়েত কবির, জামালপুর-৩ আসনে মো. মাসুম বিল্লাহ, টাঙ্গাইল-২ আসনে মুনিরুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনে গোলাম সারোয়ার মিলন, মুন্সিগঞ্জ-১ আসনে মাহী বি. চৌধুরী, ঢাকা-১ আসনে মো. জালাল উদ্দিন, ঢাকা-১৩ আসনে মো. মাহবুবুর রহমান, ঢাকা-১৫ আসনে এইচ এম গোলাম রেজা, ঢাকা-১৭ আসনে মাহী বি. চৌধুরী, ঢাকা-১৭ আসনে একেএম সাইফুর রশিদ, ঢাকা-১৯ আসনে আইনুল হক, নরসিংদী-২ আসনে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন খান, সুনামগঞ্জ-১ আসনে ডা. মো. রফিকুল ইসলাম চৌধুরী, সিলেট-৬ আসনে শমসের মবিন চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে তানভীর মনিরুল ইসলাম, কুমিল্লা-১১ আসনে মাওলানা শামছুল হক জেহাদী, নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার ওমর ফারুক, লক্ষ্মীপুর-৪ আসনে মেজর (অব.) আবদুল মান্নান, চট্টগ্রাম-২ আসনে মাজহারুল হক শাহ চৌধুরী, কক্সবাজার-২ আসনে মেজর (অব.) শাহেদ সরওয়ার।

উল্লেখ্য, বিকল্পধারা ও যুক্তফ্রন্ট থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।