ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ভোটের দিন যতোই ঘনিয়ে আসছে, বরিশালে নির্বাচনী প্রচার-প্রচারণার মাঠ ততোই সরগরম হয়ে উঠছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, নানান প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। পাশাপাশি উঠান বৈঠক, দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরের ডিসি রোড, ফজলুল হক অ্যাভিনিউ রোডে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এসময় তিনি ভোটারদের কাছে উন্নয়নের স্বার্থে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, বরিশালের পরিবেশ সম্পূর্ণ শান্ত।  

এসময় তার সঙ্গে ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলের নেতাকর্মীরা।

এদিকে, সকালে বরিশালের বানারীপাড়ার গুয়াচিত্রায় ধানের শীষের প্রতীকের প্রার্থীর গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে, কিছু যুবক বেশকিছু মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছিল। যা নির্বাচন আইন বহির্ভূত হওয়ায় তাদের বুঝিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তবে কোনো প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।

তবে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া), বরিশাল-২ আসন (বানারীপাড়া-উজিরপুর) আসনে গত দু’দিন ধরে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা গণসংযোগে নামছেন। গণসংযোগে নেমে প্রার্থীর সঙ্গে মোটরসাইকেল মহড়াসহ আচরণবিধি ভঙ্গের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন।

অপরদিকে শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার নগরের সদর রোড এলাকায় গণসংযোগ করেন।

একইভাবে বরিশালের ৬টি আসনে পুরোদমে প্রার্থী ও কর্মী সমর্থকরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণার কাজ।
 
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বরিশালের ৬টি আসনে ৮০৫টি কেন্দ্রে ১৭ লাখ ৭৮ হাজার ৫৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেবেন পছন্দের প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।