ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় ইভিএমে পরীক্ষামূলক ভোট দিচ্ছেন ভোটাররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
খুলনায় ইভিএমে পরীক্ষামূলক ভোট দিচ্ছেন ভোটাররা পরীক্ষামূলক ভোট দিচ্ছেন ভোটাররা, ছবি: বাংলানিউজ

খুলনা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পরীক্ষামূলক ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ১৫৭টি ভোটকেন্দ্রের সবগুলোতেই এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে, ইভিএমে ডামি ভোট দিতে সাধারণ ভোটারদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ইভিএমে মক ভোটিং অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে খুলনা সিটি করপোরেশনের ১৬নম্বর ওয়ার্ড থেকে ৩১নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত খুলনা-২ আসনের ভোটাররা ইভিএমে ভোটদান পদ্ধতি শিখে নিচ্ছেন।

তিনি জানান, এবারের নির্বাচনে খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রের ৭২০টি ভোটকক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে। সবক’টি কেন্দ্রেই আজ ডামি ভোট অনুষ্ঠিত হচ্ছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-২ আসনে ১৫৭টি ভোট কেন্দ্রের ৭২০টি ভোট কক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৭৪৫ এবং নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৩৭১ জন।  

খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), ইসলামী আনন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ আব্দুল আউয়াল (হাতপাখা), গণফ্রন্ট’র মনিরা বেগম (মাছ), জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বিল্টু (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টি’র এইচ এম শাহাদত (কাস্তে) এবং বিএনএফ’র এস এম সোহাগ (টেলিভিশন) ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।