ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপকূলীয় ১৮ উপজেলায় নিয়মিত টহল দিচ্ছে নৌবাহিনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
উপকূলীয় ১৮ উপজেলায় নিয়মিত টহল দিচ্ছে নৌবাহিনী তৎপর নৌবাহিনী সদস্যরা, ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি তৎপর রয়েছে নৌবাহিনীও। দেশের উপকূলীয় এলাকার ১৮টি উপজেলার ১১টি সংসদীয় আসনে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন বাহিনীটির সদস্যরা।

শুক্রবার (২৮ ডিসেম্বর) নৌবাহিনী নির্বাচনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে সক্রিয় রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কর্তৃপক্ষ।

এই উপকূলীয় ১৮ উপজেলা হলো- ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মনপুরা, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, টেকনাফ, বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা ও মংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূলীয় ১৮ উপজেলার ১১ আসনে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। মোতায়েনের দিন থেকে এ পর্যন্ত নৌবাহিনী উপকূলীয় দ্বীপসহ বিভিন্ন দুর্গম এলাকায় নিরবচ্ছিন্ন টহলের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সেইসঙ্গে এ অঞ্চলের যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।