ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট সুষ্ঠু হবে, ফল যা-ই হোক মেনে নেবো: আ’লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট সুষ্ঠু হবে, ফল যা-ই হোক মেনে নেবো: আ’লীগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুর রহমান, ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুর রহমান বলেছেন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। মনে করি সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। সেইসঙ্গে আমরা আশা করি মানুষ নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে। তবে ফলাফল যা-ই হোক আমরা মেনে নেবো।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বাংলানিউজকে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সুন্দরভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এখন পর্যন্ত আমাদের কাছে যেটা খবর রয়েছে, সেটা হলো শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোনো সমস্যা এখনও আমরা শুনতে পাইনি। তবে কিছুক্ষণ আগে জানতে পারলাম চট্টগ্রামের বাশখালীতে সন্ত্রাসীরা পুলিশের কাছ থেকে দুইটি অস্ত্র ছিনিয়ে নিয়েছেন। এছাড়া পরিবেশ শান্তিপূর্ণই আছে।

তখন এক প্রশ্নের জবাবে বাংলানিউজকে তিনি বলেন, আমরা আশা করি মানুষ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। তবে মানুষ যদি আমাদের ভোট না দেয়, ফলাফল যা-ই হয় আমরা মেনে নেবো।

দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন আব্দুর রহমান।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।