বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চার উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
শাহাদাত হোসেন চৌধুরী আরও বলেন, যেকোনো ধরনের অনিয়ম মেনে নেবে না নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয় এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নির্বাচনকে ঘিরে কেউ যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে এ জন্য প্রার্থী, এমপি-মন্ত্রীসহ সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।
মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলামের আয়োজেন সভায় আরও উপস্থিত ছিলেন- শরিয়তপুরের ডিসি কাজী আবু তাহের, গোপালগঞ্জের ডিসি মোখলেছুর রহমান সরকার ও রাজবাড়ীর ডিসি মো. শওকত আলী, মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসআরএস