ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

 ১ম ধাপের উপজেলা ভোটে ক্ষুব্ধদের জন্য ট্রাইব্যুনাল গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
 ১ম ধাপের উপজেলা ভোটে ক্ষুব্ধদের জন্য ট্রাইব্যুনাল গঠন নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সংক্ষুব্ধদের সুবিচার নিশ্চিত করতে নির্বাচনী ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)।

যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। আর জেলা ও দায়রা জজকে নিয়ে গঠন করা হয়েছে আপিল ট্রাইব্যুনাল।

৮৭ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে গত ১০ মার্চ। আইন অনুযায়ী, ভোটগ্রহণের এ মাসের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে ভোটের অনিয়মের অভিযোগ দায়ের করা যায়। ট্রাইব্যুনাল তা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করে। সেখানে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি সুবিচার পায়নি বলে মনে করলে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন। আপিল ট্রাইব্যুনাল সেই অভিযোগ নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করেন।

পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করা হবে।

ধারাবাহিকভাবে অন্যধাপের ভোটের জন্যও ট্রাইব্যুনাল গঠন করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।