ঢাকা: আইনি জটিলতা, অনিয়ম ও সহিংসতার কারণে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পাঁচটি উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান বাংলানিউজকে জানান, কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল, ফেনীর ছাগলনাইয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, খুলনার ডুমুরিয়া উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
৩১ মার্চ চতুর্থ ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল।
এ পাঁচটি উপজেলার ভোট স্থগিত হওয়ায় এখন পর্যন্ত ১২২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার পাঁচ ধাপে উপজেলায় ভোট করছে ইসি। ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
ইইউডি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।