ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

চতুর্থ ধাপেই সবচেয়ে কম ভোট পড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
চতুর্থ ধাপেই সবচেয়ে কম ভোট পড়েছে নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট পড়েছে ৩৭ শতাংশ। চার ধাপের মধ্যে এ ধাপেই সবচেয়ে কম ভোট পড়েছে।

৩১ মার্চ দেশের ১০৭ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায় থেকে ফলাফল সংগ্রহ করে সমন্বয়ের পর নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, চতুর্থ ধাপে মোট ভোটার ছিল ১ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৫৫৫ জন।

এদের মধ্যে ভোট দিয়েছেন ৬০ লাখ ৪৭ হাজার ১৩৭ জন।

অর্থাৎ ভোট পড়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ বা ৩৭ শতাংশ। চতুর্থ ধাপে বাতিল ভোটের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮১৪টি।

প্রথম ধাপে ৮১ উপজেলায় ভোট পড়েছে ৪৩ দশমিক ৩২ শতাংশ বা ৪৩ শতাংশ। দ্বিতীয় ধাপে ১১৩ উপজেলার নির্বাচনে ভোট পড়েছিল ৪১ দশমিক ২৫ শতাংশ বা ৪১ শতাংশ। আর তৃতীয় ১১৬ উপজেলায় ধাপে ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ বা ৪১ শতাংশ।  

এবার পাঁচ ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।