ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

চান্দিনা উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থী নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
চান্দিনা উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থী নির্বাচিত

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত চারটি কেন্দ্রের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তপন বকসী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

স্থগিত চার কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তপন বকসী পেয়েছেন ২ হাজার ৩২২ ভোট এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ১৫৯ ভোট।

এর আগে ৩১ মার্চ উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক প্রার্থী পেয়েছিলেন ৩৩ হাজার ৫৫৭ ভোট এবং আনারস প্রতীক প্রার্থী পেয়েছিলেন ২০ হাজার ১৯৫ ভোট।

৩১ মার্চ প্রকাশিত ৮০ কেন্দ্রের ফলাফল ও বুধবার (১৭ এপ্রিল) ৪টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণের ফলাফলসহ মোট ৮৪টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী তপন বকসী ৩৫ হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মুজিবুল হক পেয়েছেন ২০ হাজার ৩৫৪ ভোট।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. জাসিদুল হক এ ফলাফল নিশ্চিত করেন।

এর আগে ৩১ মার্চ অনুষ্ঠিত ৮০ কেন্দ্রের ফলাফল ঘোষণায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম মুন্সি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। স্থগিত চারটি কেন্দ্রের মোট ভোটের চেয়ে চেয়ারম্যান পদের প্রার্থীর ভোটের ব্যবধান কম হওয়ায় ১৭ মার্চ শুধুমাত্র চেয়ারম্যান পদে স্থগিত চারটি কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।