ডিএনসিসি ভোটের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বাংলানিউজকে জানান, বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের সালাউদ্দিন মাহমুদ, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম ও স্বতন্ত্র হিসেবে স্বাধীন আক্তার আইরিন মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বাংলানিউজকে জানান, মেয়র পদে আওয়ামী লীগের হাজী সেলিম, বিএনপির ইশরাক হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতউল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দুই সিটি নির্বাচনে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত মোট ১ হাজার ৬১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ডিএনসিসিতে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৫৬৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর ডিএসসিসিতে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৭৮২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। আপিল দাখিলের শেষ সময় ৫ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে ডিএনসিসি গঠিত। এর নির্বাচনে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
ডিএসসিসিতে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ নির্বাচনে ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ ভোটার এ নির্বাচনে ভোটধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ইইউডি/একে