ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আব্দুল্লাহপুরে মালেকা বানু ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
আব্দুল্লাহপুরে মালেকা বানু ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ  অবিস্ফোরিত ককটেলগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আব্দুল্লাহপুর মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের সামনে ১৭টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় আতঙ্কিত হয়ে দিক-বিদিক ছোটাছুটি করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন কয়েকজন ভোটার।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর পর সকাল ১০টা ৫৫ মিনিটে উত্তরার ৮ নম্বর সেক্টরের মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের সামনে অনেকগুলো ককটেল ছোড়া হয়। এর মধ্যে ১৭টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় আতঙ্কে ভোটারটা দিক-বিদিক ছুটতে শুরু করলে পড়ে গিয়ে কয়েকজন আহত হন। পরে অবিস্ফোরিত ককটেলগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।

ঘটনার পর মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান। তিনি বাংলানিউজকে বলেন, আমার প্রতিপক্ষ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বিরত রাখতে চান। কারণ তারা জানেন যে মানুষ নৌকায় ভোট দেবে, ধানের শীষে নয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। আশা করি, তাদের পরিচয় জানতে পারবেন।

ককটেল বিস্ফোরণ ঘটনার বিষয়ে জানতে চাইলে এ কেন্দ্রে দায়িত্বরত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম কোনও মন্তব্য করতে রাজি হননি।

তবে সেখানে উপস্থিত আরেক পুলিশ কর্মকর্তা আলিম জানান, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমরা ধারণা করছি, পাশের ভবন থেকে ককটেলগুলো ছোড়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।