ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মালেকা বানু কেন্দ্রে নৌকা ৪৬১, ধানের শীষ ৩০

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
মালেকা বানু কেন্দ্রে নৌকা ৪৬১, ধানের শীষ ৩০

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে উত্তরার মালেকা বানু আদর্শ উচ্চ বিদ্যালয় নিকেতন কেন্দ্রে নৌকা প্রতীকের মোহাম্মদ হাবিব হাসান ৪৬১ ভোট পেয়েছেন। আর ধানের শীষের এম জাহাঙ্গীর পেয়েছেন ৩০ ভোট।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় দিকে এ তথ্য জানান সংশ্লিষ্টরা।  

তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো কোনো ফলাফল ডিসপ্লেতে প্রদর্শন করা হয়নি। উত্তরা ৬ নম্বর সেক্টরের কমিউনিটি সেন্টার থেকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনায় প্রস্তুত রয়েছেন কর্মকর্তারা।      

ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। তবে এখনো ভোট গণনা শুরু হয়নি।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ২১৭টি।  

নির্বাচনে নৌকা প্রতীকে মোহাম্মদ হাবিব হাসান ও ধানের শীষ প্রতীকে এম জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করেন।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।