ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জ-১ আসনে জয়ের পথে নাসিমপুত্র জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
সিরাজগঞ্জ-১ আসনে জয়ের পথে নাসিমপুত্র জয়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ১৭১টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর কন্ট্রোল রুম থেকে পাওয়া বেসরকারি ফলাফলে জানা যায় ১৩২টি কেন্দ্রে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৫৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮৪ ভোট।  

>>>সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন: ৩৫ কেন্দ্রে নৌকা ৪১২০৬, ধানের শীষ ৪৮
>> নানা অভিযোগে নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, উপজেলার ১১৩টি কেন্দ্রের মধ্যে ৯১টির ফলাফলে নৌকা পেয়েছে ৯৯ হাজার ২৭০ ভোট ও ধানের শীষ পেয়েছে ১১৪ ভোট।  

অপরদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বাংলানিউজকে বলেন, সদর উপজেলার পাঁচ ইউনিয়নে ৫৮টি কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। এতে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ৪৫ হাজার ৯৮৯ ভোট এবং ধানের শীষ প্রতীকে সেলিম রেজা পেয়েছেন ২৭০ ভোট।  

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্মতিতে ভোটগ্রহণ করা হয়। এদিকে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।