ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঈশ্বরদী উপজেলা উপ-নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ঈশ্বরদী উপজেলা উপ-নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বিএনপির (একাংশ) সদস্য সচিব আজমল হোসেন সুজন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তঅ রায়হান কুদ্দুসের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের উপ-নির্বাচন হবে। মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর মঙ্গলবার। আপিল দাখিলের শেষ তারিখ ১৮ ও ২০ নভেম্বর। আপিল নিষ্পত্তির শেষ তারিখ ২১-২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর (সোমবার)।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।