ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেঘনায় ভোটকেন্দ্রে বহিরাগতদের গুলি, নিহত ১  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
মেঘনায় ভোটকেন্দ্রে বহিরাগতদের গুলি, নিহত ১  

কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর সেখানে শাওন আহমেদ (২৫) একজনের মৃত্যু হয়েছে।

 
তিনি উপজেলার বল্লভপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা। বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে বহিরাগতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় গুলিতে যশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন যে ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পরই ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়। তারপরই সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজনা ছড়ানোর অপরাধে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিলো। হঠাৎ বহিরাগতরা কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষের কাচের গ্লাস ভেঙে ফেলে তারা। বর্তমানে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১১ , ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।