ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরায় ১০ ইউপিতে আ.লীগ প্রার্থীদের হার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
সাতক্ষীরায় ১০ ইউপিতে আ.লীগ প্রার্থীদের হার

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত তিনজন ও  আওয়ামী লীগের পাঁচজন বিদ্রোহী প্রার্থীসহ স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলের পাঁচজন প্রার্থী জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনভর ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

এদের মধ্যে সদর উপজেলার বাঁশদহা ইউপিতে শেখ মফিজুর রহমান (নৌকা), ব্রহ্মরাজপুর ইউপিতে মো. আলাউদ্দিন ঢালী (নৌকা), ঝাউডাঙ্গা ইউপিতে আজমল হোসেন (নৌকা), ঘোনা ইউপিতে আবদুল কাদের (বিদ্রোহী), ফিংড়ি ইউপিতে শেখ লুৎফর রহমান (বিদ্রোহী), বৈকারি ইউপিতে মোস্তফা কামাল (বিদ্রোহী), ধুলিহর ইউপিতে মিজান চৌধুরী (বিদ্রোহী), শিবপুরে আবুল কালাম আজাদ (বিদ্রোহী), লাবসা ইউপিতে আবদুল আলিম (বিএনপি  সমর্থিত), বল্লী ইউপিতে মহিতুল ইসলাম (বিএনপি সমর্থিত), ভোমরা ইউপিতে ইসরাইল হোসেন গাজী (জাপা সমর্থিত) এবং কুশখালিতে আব্দুল গফফার (জামায়াত সমর্থিত) ও আঁগরদাড়িতে কবির হোসেন মিলন (জামায়াত সমর্থিত) জয়লাভ করেছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।