ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনে জয়ী হয়ে পরাজিত প্রার্থীর দোকানে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
নির্বাচনে জয়ী হয়ে পরাজিত প্রার্থীর দোকানে হামলা প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার শ্রীপুরে নির্বাচনে জয়ী হয়ে পরাজিত প্রার্থীর দোকান ঘর এবং তার দুই সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে তিনজিরা খাতুনের ওপর।

রোববার (২৬ ডিসেম্বর) রাত আটটার দিকে শ্রীপুর উপজেলার ১ নং গয়েসপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরাজিত মেম্বার প্রার্থী (মাইক প্রতীক) দীপ্তি রানী শিকদারের স্বামী গৌতম শিকদার বলেন, নির্বাচনে জাহাজে প্রতীকের মেম্বার প্রার্থী তিনজিরা খাতুন বিজয়ী হন। এরপর রাত আটটার দিকে তার প্রায় অর্ধ শতাধিক সমর্থক একসঙ্গে এসে আমার দোকান ঘরে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা আমার স্ত্রীর সমর্থক বিনয় দত্ত এবং প্রশান্ত বিশ্বাসের বাড়িতেও ইটপাটকেল ছোড়ে।

জানতে চাইলে বিনয় দত্ত বলেন, নির্বাচনে দীপ্তি রানী শিকদারকে সমর্থন করার কারণেই তিনজিরা খাতুনের লোকজন এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় বলেন, খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযুক্ত ব্যক্তি মাফ চেয়েছেন। তবে সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।