ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

সিলেটের চার জেলার ২৫ ইউপিতে নৌকা পেলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
সিলেটের চার জেলার ২৫ ইউপিতে নৌকা পেলেন যারা

সিলেট: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট বিভাগের চার জেলায় নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।  

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় এ বিভাগের ২৫টি ইউপিতে নৌকার প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বিভাগের সিলেট জেলার ১৭টি ও হবিগঞ্জ জেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

সিলেট জেলার মধ্যে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া, সাদিপুরে সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনপুরে হান্নান মিয়া, বুরুঙ্গা বাজারে আখলাকুর রহমান, গোয়ালাবাজারে পীর মজনু মিয়া, তাজপুরে ফয়ছল হোসেন সুমন, দয়ামীরে হিরন মিয়া ও উছমানপুরে ওয়ালি উল্লাহ বদরুল আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন।

বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে ফয়ছল আহমদ ও খাজাঞ্চীতে আরশ আলী গণি, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে জবরুল ইসলাম জগলু, তেতলীতে আতিকুর রহমান ও কামালবাজারে আব্দুর রবকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে মোহাম্মদ নজরুল ইসলাম, পশ্চিম আলীরগাঁওয়ে গোলাম কিবরিয়া হেলালে এবং মধ্য জাফলংয়ে ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউপিতে আলকাছ আলীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।  

এদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে হারুন অর রশীদ, পুঁটিজুরি মুদ্দত আলী, সাতকাপনে নারায়ণ চন্দ্র পাল, বাহুবল সদরে রিফাত ইসলাম মুরাদ, লামাতাসীতে সাইফুর রহমান জুয়েল, মিরপুরে সাইফুদ্দিন ও ভাদেশ্বরে কামরুজ্জামান, শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইপিতে আব্দুস সামাদকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।