ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

গোপালগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
গোপালগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী বৈধ তৌফিকুল ইসলাম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তৌফিকুল ইসলামের বাতিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার(১২ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক মো. খলিলুর রহমান আপিল মঞ্জুর করে তার  মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।



এর আগে রোববার (৬ ডিসেম্বর) আয়কর রিটার্নের সঙ্গে হলফনামার মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) তিনি জেলা প্রশাসকের কাছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন। গত বুধবার (৯ ডিসেম্বর) আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

তৌফিকুল ইসলাম বলেন, আপিল শুনানি শেষে আমার মনোনয়নপত্র ঘোষণা করায় আমি খুশি। আমি নির্বাচনী মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে থাকবো। বিজয়ী হলে পৌরসভার অবকাঠামো, রাস্তা-ঘাটসহ পৌরবাসীর মৌলিক উন্নয়নে কাজ করবো।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।