ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

বারইয়ারহাট পৌর নির্বাচন

আ.লীগের ২ বিদ্রোহীর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আ.লীগের ২ বিদ্রোহীর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে একত্রে সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম খোকন ও ফজলুল করিম লিটন।



এ সময় তারা দলীয় প্রার্থী ভিপি নিজাম উদ্দিনকে সমর্থনের কথা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।