ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

শেরপুরে ৪ পৌরসভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
শেরপুরে ৪ পৌরসভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

শেরপুর: শেরপুরের চারটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১৩ জন ও কাউন্সিলর পদে ১৯৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল ও স্ব স্ব উপজেলার রিটার্নিং অফিসাররা এ তথ্য জানান।



শেরপুর সদর পৌরসভা: শেরপুর সদর পৌরসভায় মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন (নৌকা), বিএনপি মনোনীত আব্দুর রাজ্জাক আশিষ (ধানের র্শীষ) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি ) মনোনীত মাহবুবুর রহমান ( আম)

নালিতাবাড়ী  পৌরসভা: নালিতাবাড়ী পৌরসভায় মেয়র পদে চারজন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা  হলেন, আওয়ামী লীগ মনোনীত আবু বক্কর সিদ্দিক ( নৌকা)  বিএনপি মনোনীত আনোয়ার হোসেন (ধানের শীষ) স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম উকিল (মোবাইল) সামছুল আলম সওদাগর, স্বতন্ত্র (জগ) প্রতীক।

নকলা পৌরসভা: নকলা পৌরসভায় মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত হাফিজুর রহমান লিটন (নৌকা), বিএনপি মনোনীত মোখলেছুর রহমান তারা (ধানের শীষ), ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নূরে আলম সিদ্দিকী উৎপল, (জগ) প্রতীক।
 
শ্রীবরদী পৌরসভা: শ্রীবরদী পৌরসভায় মেয়র পদে তিনজন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত আবু সাইদ (নৌকা), বিএনপি মনোনীত আব্দুল হাকিম (ধানের শীষ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী (নারিকেল গাছ)।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।