ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

‘নৌকা জিতলে গ্রামের উন্নয়ন হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
‘নৌকা জিতলে গ্রামের উন্নয়ন হবে’ ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক জিতলে গ্রাম-গঞ্জের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে  ‘আমরা দেশবাসী’ ও ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।



শামসুল হক টুকু বলেন,  আওয়ামী লীগ যখন নির্বাচনে জেতে, তখনি উন্নয়নের জোয়ার বয়, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা জিতলে গ্রাম-গঞ্জের উন্নয়ন হবে।

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হতো না বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। সে বিচারের রায় কার্যকরও হচ্ছে। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। সেসব ষড়যন্ত্র ভেঙেই এগিয়ে যাচ্ছে দেশ। একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ষড়যন্ত্র ভেঙে সে স্বাধীনতাও আমরা টিকিয়ে রাখবো।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।