ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌরনির্বাচনে আচরণবিধি মেনে চলার আহ্বান সিগমা হুদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
পৌরনির্বাচনে আচরণবিধি মেনে চলার আহ্বান সিগমা হুদার

ঢাকা: আসন্ন পৌরসভা  নির্বাচন  প্রথমবারের মত  দলীয় প্রতীকে হওয়ায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা যেন পারস্পরিক প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ন মনোবৃত্তিতে পরিণত না হয়  সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে আরো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট  সিগমা হুদা ।

বৃহস্পতিবার (ডিসেম্বর ১৭) এক বিবৃতিতে তিনি বলেন, দলীয় প্রতীক নিয়ে  ২০টি রাজনৈতিক দলের অংশগ্রহণে  প্রায় সাত বছর পর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুধু নির্বাচন কমিশন নয়,সরকার, রাজনৈতিক দল,প্রশাসনসহ সকল সংশ্লিষ্ট মহলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন ।



তিনি আশা করেন, বহুদলীয় গণতন্ত্রের নিরবচ্ছিন্ন চর্চার মাধ্যমে কেবল সম্ভব স্থানীয় সরকারকে আরো কার্যকর ও গতিশীল করা ।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেলের পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।