ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ধুনটে ১৫টি মোটরসাইকেল আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ধুনটে ১৫টি মোটরসাইকেল আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভায় বিশেষ অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫টি মোটরসাইকেল আটক করেছে রিটার্নিং অফিসার।

পৌর নির্বাচনের আগের দিন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার হাফিজুর রহমান। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও দু’জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকায় মোটরসাইকেল চলাচল করছিল। বিষয়টি আমলে নিয়ে ধুনট পৌর এলাকার জিরো পয়েন্ট, হাসপাতাল মোড়, বাইপাস মোড়, সরকারপাড়া, জিঞ্জিরতলা ও পৌর ভবন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৫টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভোটের পরের দিন কাগজপত্র যাচাই-বাছাই করে মালিকদের কাছে মোটরসাইকেল হস্তান্তর করা হবে।

তবে যারা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।