ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

শীতের সকালে সিলেটে ভোটারের দীর্ঘ লাইন

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শীতের সকালে সিলেটে ভোটারের দীর্ঘ লাইন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ঘন কুয়াশা। কনকনে শীত।

কোনোটিই কাবু করতে পারেনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভোটারদের। ভোটগ্রহণের শুরু থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।   

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর আগে থেকেই এই পৌরসভার কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

সরেজমিন দেখা যায়, গোলাপগঞ্জের এমসি একাডেমি ভোট কেন্দ্রে নারী ও পুরুষদের জন্য পৃথক চারটি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। চারটি বুথের সামনেই সারিবদ্ধভাবে ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ছত্রিশ জন।

সকাল সাড়ে আটটায় এমসি একাডেমিতে বাংলানিউজের সঙ্গে কথা হয় পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আজিজুল ইসলামের সঙ্গে।

তিনি জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকালেই প্রচুর সংখ্যক ভোটার কেন্দ্রে হাজির হয়েছেন। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

একই ভোট কেন্দ্রে উপস্থিত থাকা সিলেটের সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, ৠাব ও আনসার সদস্যরা পুরো পৌর এলাকায় নিয়োজিত রয়েছেন।

এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন বেশ কয়েকজন ভোটার।

এদিকে, সিলেটের অন্যদুই পৌরসভা জকিগঞ্জ, কানাইঘাটেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন সশ্লিষ্টরা কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।