ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কোটিপতি প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
কোটিপতি প্রার্থীরা

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে আটজন কোটিপতি মেয়র প্রার্থী রয়েছেন বলে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) এক প্রতিবেদনে জানা যায়।

এর মধ্যে, পাঁচজন প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের, যাদের সম্পদ কোটি টাকার বেশি (২ দশমিক ২৬ শতাংশ), বিএনপির কোটিপতি প্রার্থী দুইজন (০ দশমিক ৯৭ শতাংশ) এবং স্বতন্ত্র বা অন্য দলের কোটিপতি একজন (০ দশমিক ২১ শতাংশ)।



নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামার তথ্য থেকে এসব বিষয় জানিয়েছে সুজন। ইসির তথ্যে রয়েছে, ৯০৪ জন প্রার্থীর মধ্যে মোট আটজন প্রার্থী কোটিপতি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।