ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

গাংনী পৌরসভায় ২ প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
গাংনী পৌরসভায় ২ প্রার্থীর জরিমানা

মেহেরপুর: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এসব জরিমানা করেন।


 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কাথুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ঝর্না খাতুনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
 
এছাড়া, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আহমেদ আলীকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২০০ টাকা জরিমানা ও সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বাংলানিউজকে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
 
এদিকে, মোটরসাইকেলের কাগজপত্র কাছে না থাকায় মেয়র আহমেদ আলীর সমর্থক চৌগাছা গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুস সামাদকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।