ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

হবিগঞ্জে আ.লীগ মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
হবিগঞ্জে আ.লীগ মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।



ইশতেহারে তিনি পৌরসভার উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরিসহ ১৫টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন।

এ সময় তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আরব আলী, সদস্য অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।