ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মাগুরায় প্রচার প্রচারণা জমজমাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
মাগুরায় প্রচার প্রচারণা জমজমাট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের দৌঁড়ঝাপ চলছে বিরামহীনভাবে।



ব্যানার, পোস্টার, লিফলেট, মাইকিংসহ নানাভাবে ভোটারদের মনযোগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছে প্রার্থী ও তাদের সমর্থকরা। অনেকে আবার ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। এক কথায় অফলাইন ও অনলাইনে জমে উঠেছে মাগুরার পৌর নির্বাচন।

পৌরসভার ৪-৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ আব্দুল কাদের গনি মোহন (পানির বোতল) মার্কা প্রতীক নিয়ে শনিবার মাগুরা পারনান্দুয়ালী এলাকার মুন্সীপাড়া, শেখপাড়া, পূর্বপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।

এ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মিরা বেগম আশা (কাঁচি প্রতীক নিয়ে) পারান্দুয়ালীর মুন্সীপাড়া, শেখপাড়া, পূর্বপাড়া, বিশ্বাসপাড়া, গোরস্থান পাড়ায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

কাউন্সিলর প্রার্থী মিরা বেগম বাংলানিউজকে বলেন, এবার নতুন কাউন্সিলর হিসেবে ভোট প্রার্থনা করছি। ভালো ভোট পাব বলে আশা করছি।

মাগুরা পৌরসভার এবার ৯টি ওয়ার্ডে ৪৬ জন পুরুষ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৪.৩৬ বর্গ কিলোমিটার আয়তনের  মাগুরা প্রথম শ্রেণির পৌরসভার মোট জনসংখ্যা এক লাখ ১৮ হাজার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌর এলাকার মোট ভোটার ৬৫ হাজার ৮৫৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৪১২ ও মহিলা ভোটার ৩৩ হাজার ৪৪৭ জন। এখানে ৩০ ডিসেম্বর মোট ৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।