ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

রায়পুর পৌর নির্বাচন

শিক্ষায় এগিয়ে জিলানী, শক্তিতে ইসমাইল

সাজ্জাদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
শিক্ষায় এগিয়ে জিলানী, শক্তিতে ইসমাইল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী শিক্ষাগত যোগ্যতায় আর আওয়ামী লীগের প্রার্থী বৈধ অস্ত্রের জোরের দিক দিয়ে এগিয়ে আছেন।

বিএনপির এ বি এম জিলানী এইচএসসি পাস।

তার প্রতিদ্বন্দ্বী  আওয়ামী লীগের মো. ইসমাইল খোকনের শিক্ষার দৌড় নবম শ্রেণি পর্যন্ত। তবে ইসমাইলের রয়েছে দুইটি বৈধ অস্ত্রের মালিকানা। অস্ত্রের মালিকানার দৌড়ে শুন্য বিএনপির প্রার্থী জিলানী।

নির্বাচন কমিশনে জমা দেওয়া ওই দুই প্রার্থীর হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামা থেকে আরো জানা যায়, দুই প্রার্থীর বিরুদ্ধেই তিনটি করে মামলা ছিল। তবে বর্তমানে আর নেই।

জিলানীর আয় কৃষি ও ব্যবসা থেকে। ইসমাইলের কৃষিজমি থাকলেও কৃষিখাতে আয় নেই। তার আয় আসে বাড়ি ও দোকান ভাড়াসহ অন্যান্য খাত থেকে।  

আরো জানা যায়, ইসমাইলের শেয়ার রয়েছে সিনেমা হলের ব্যবসায়, আর জিলানীর বিনিয়োগ হাসপাতাল ব্যবসায়।

কাকতালীয় হলেও উভয় প্রার্থীই তাদের ব্যবহৃত মোবাইল ফোন সেট পেয়েছেন উপহার হিসেবে।

তাদের দুই জনেরই রয়েছে নগদ ও ব্যাংকে জমানো টাকা, গাড়ি-বাড়ি, অলঙ্কার, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, কৃষি-অকৃষি জমি, ব্যাংক ঋণ ও ব্যবসায়িক পুঁজি।

দুইজনের স্ত্রীর নামেও ব্যাংকে রয়েছে টাকা, স্বর্ণালঙ্কার, জমি ও দামী মোবাইল ফোন।

হলফনামায় ইসমাইল খোকন স্থাবর সম্পদের পাতার ১০নং ক্রমিকের অন্যান্য কলামে একটি শটগান ও একটি রিভলবার রয়েছে বলে উল্লেখ করেছেন।

এ খবর ভোটারদের মধ্যে জানাজানি হতে অনেকেই রসিকতা করে বলছেন, শিক্ষায় এগিয়ে জিলানী আর অস্ত্রে ইসমাইল।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।