ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শিবগঞ্জে কাউন্সিলর পদে ২ ভাইয়ের ভোট যুদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
শিবগঞ্জে কাউন্সিলর পদে ২ ভাইয়ের ভোট যুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মর্দানা গ্রামে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন দুই ভাই।

শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের এ দুই ভাই হলেন-বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম ও তার ছোট ভাই আব্দুল মতিন।

তিনিও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

আব্দুস সালাম গত দুই মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের অপর একটি গ্রুপের মধ্যে একাধিক হামলা মামলার কারণে গ্রেফতার এড়াতে আব্দুস সালাম আত্মগোপনে থেকে তার প্রতিনিধির মাধ্যমে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে তার নিজের ছোট ভাই আব্দুল মতিনও একই ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন। উভয়ের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে স্থানীয় নির্বাচন অফিস থেকে আব্দুস সালাম প্রতীক পেয়েছেন উট পাখি ও আব্দুল মতিন পেয়েছেন পাঞ্জাবী।

এদিকে ৯ নম্বর ওয়ার্ডে দুই ভাইয়ের ভোট যুদ্ধে লড়াইয়ের ফলে বিএনপি মনোনীত প্রার্থী খাইরুল আলমের হয়েছে পৌষ মাস। দুই ভাইয়ের ভোট যুদ্ধের ফলে তাদের ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে খাইরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।