ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চৌগাছায় ৭ প্রার্থীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
চৌগাছায় ৭ প্রার্থীকে জরিমানা

যশোর: যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে চারজন মেয়র প্রার্থী ও তিনজন কাউন্সিলর প্রার্থী।



রোববার(২০ ডিসেম্বর) বিকেলে তাদের জরিমানা করা হয়।

চৌগাছা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুষমা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নির্বাচনী প্রচারণায় একটি প্রচার গাড়িতে দুটি করে মাইক ব্যবহার ও রঙিন পোস্টার টাঙানোর দায়ে তাদের জরিমানা করা হয়েছে।

অর্থদণ্ডপ্রাপ্ত মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা আওলিয়ার, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরউদ্দিন আল মামুন হিমেল, স্বতন্ত্র প্রার্থী এসএম সাইফুর রহমান বাবুল ও কামাল আহমেদ। এ চার মেয়র প্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও পৌরসভার তিনজন কাউন্সিলর প্রার্থীকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।