ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

চৌগাছায় আ’লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
চৌগাছায় আ’লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

যশোর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুলকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) রাতে তাকে বহিস্কার করা হয়।



যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের অপরাধে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে ১৫ ডিসেম্বর যশোর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কামরুজ্জামান চুন্নুকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। ফলে জেলার তিন পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে দু’জনকে বহিস্কার করলো জেলা আওয়ামী লীগ।

তবে নওয়াপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক হোসেনের বিষয়ে এমন কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।