ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে জরিমানা ছবি : প্রতীকী

মেহেরপুর: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাংনী পৌরসভা নির্বাচনে শাজাহান সেলিম নামে বিএনপির মেয়র প্রার্থী ইনসারুল হকের এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শিশিরপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ জরিমানা করেন।



ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বাংলানিউজকে জানান, দেয়ালে ধানের শীষ প্রতীকের রঙিন পোস্টার টাঙানোর অভিযোগে বিএনপির দলীয় প্রার্থী ইনসারুল হকের কর্মী শিশিরপাড়া এলাকার আব্দুল গনির ছেলে সেলিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থী ইনসারুল হক ইনসু কর্মীর জরিমানার টাকা পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।