ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ধুনটে আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ধুনটে আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহ ও আরো ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে তাদের বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত অন্যান্যরা হলেন, ধুনট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আঞ্জুল, সদস্য বদরুল হাসান আগা, উপজেলা আওয়ামী লীগের সদস্য খোকা মণ্ডল, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ফজলু, ২নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক শুমার আলী, ৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলী ও ৮নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।