ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চার ওসির অনিয়ম তদন্তের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
চার ওসির অনিয়ম তদন্তের নির্দেশ

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ রিটার্নিং কর্মকর্তাদের তদন্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

হাতিয়া, ঈশ্বরগঞ্জ, সাতকানিয়া ও জগন্নাথপুর থানার ওসিদের বিরুদ্ধে নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ওঠে।

যা নজরে আনা হলে তদন্ত করে প্রতিবেদন পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয় কমিশন।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে ইসির সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের ওই নির্দেশনা পাঠানো হয়েছে। এতে ওই চার থানার ওসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

ইসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আমরা রিটার্নিং কর্মকর্তাদের তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলেছি। এক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের প্রত্যাহার করা হবে।

এর আগে ছেংগারচার, কালকিনি ও কুলাউড়া থানার ওসিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল ইসি।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভা ভোটগ্রহণ হবে। যদিও রাণীশঙ্কর পৌরসভা নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।