ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

হরিণাকুন্ডু পৌর নির্বাচন

আ.লী-বিএনপির প্রার্থীকে রিটার্নিং অফিসারের চিঠি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আ.লী-বিএনপির প্রার্থীকে রিটার্নিং অফিসারের চিঠি

ঝিনাইদহ: আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীকে চিঠি দিয়েছেন রিটার্নিং অফিসার।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার মনিরা পারভীন তাদের এ চিঠি দেন।



আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহিনুর রহমান রিন্টু ও বিএনপির জিন্নাতুল  হকের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব চাওয়া হয়েছে চিঠিতে।

তা না হলে উভয় প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মনিরা পারভীন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।