ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মানিকগঞ্জে জনগণের মুখোমুখি প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
মানিকগঞ্জে জনগণের মুখোমুখি প্রার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সাবিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটি।



সুজনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আ.আ.আ. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ মেয়র প্রার্থী  ও ৮ কাউন্সিলর প্রার্থী অংশ নেন।

এ সময় প্রার্থীদের মধ্যে লটারি করে প্রথমে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী রমজান আলী। পরে বক্তব্য রাখেন

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী গাজী কামরুল হুদা সেলিম ও বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ যাদু।

পরে মেয়র প্রার্থীরা সুজনের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সররকার।  

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত ভোটাররা ৩ মেয়র প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করেন। মেয়র প্রার্থীরা ওই সব প্রশ্নের জবাব দেন।

সবশেষে  উপস্থিত ভোটাররা শপথ নেন তারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী, ভূমি দখলদার, ধর্ম ব্যবসায়ী,  ঋণ খেলাপী কাউকে ভোট দেবেন ‍না।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।