ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

খাগড়াছড়িতে ২ কাউন্সিলর প্রার্থীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
খাগড়াছড়িতে ২ কাউন্সিলর প্রার্থীর জরিমানা

খাগড়াছড়ি: আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।   
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শহিদুল ইসলাম  তাদের জরিমানা করেন।

 
 
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ টি এম রাশেদ উদ্দিন ও পরিমল দেবনাথ।  
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন বলেন, আচরণবিধি লঙ্ঘন করে দুই কাউন্সিলর প্রার্থী গাড়িতে পোস্টার লাগিয়েছেন। এ জন্য তাদের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫      
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।