ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

বগুড়ায় কাউন্সিলর প্রার্থীর ৩ কর্মীকে মারধরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বগুড়ায় কাউন্সিলর প্রার্থীর ৩ কর্মীকে মারধরের অভিযোগ

বগুড়া: বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর ৩ কর্মীকে সরকারি দল সমর্থিত প্রার্থীর কর্মীরা আটকে রেখে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের পুরান বগুড়া বটতলা এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।


 
স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে বটতলা এলাকায় কাউন্সিলর প্রার্থী মাসুদ রানার (পাঞ্জাবী প্রতীক) কর্মী আব্দুর রহমান (২০), হৃদয় (১৯) ও জুয়েল (১৮) পোস্টার লাগাতে যান। এ সময় সরকারি দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলামের কর্মীরা তাদের কাছ থেকে পোস্টার কেড়ে নেয় ও তাদের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ চাঁন্দু স্টেডিয়াম ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
 
তবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে কাউকে আটকে রাখা হয়নি। মারধরের ব্যাপারটি আমার জানা নেই।
 
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।