ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

৩ থানার ওসি প্রত্যাহারে আইজিপিকে ইসির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
৩ থানার ওসি প্রত্যাহারে আইজিপিকে ইসির নির্দেশ

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করতে মহা পুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন (ইসি)।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এ নির্দেশনা আইজিপি বরাবর পাঠানো হয়।



ইসির উপ-সচিব মো. সামসুল আলম জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান, নোয়াখালীর হাতিয়া থানার ওসি মো. নুরুল হুদা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহানউদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২৫ ডিসেম্বর সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এছাড়া মাদারীপুরের কালকিনি, মৌলভীবাজারের কুলাউড়া ও চাঁদপুরের মতলব উত্তরের ওসিকেও প্রত্যাহার করার নির্দেশনা দেয় ইসি।

** সাতকানিয়ার ওসি প্রত্যাহারে আইজিপিকে ইসির নির্দেশ

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫/আপডেট: ১৭০১
ইইউডি/এসআই  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।