ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

গোলাপগঞ্জে বিএনপি মেয়রপ্রার্থীর নির্বাচনী ইশতেহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
গোলাপগঞ্জে বিএনপি মেয়রপ্রার্থীর নির্বাচনী ইশতেহার

গোলাপগঞ্জ থেকে: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল চারটায় তার নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।



মাদকমুক্ত, পরিষ্কার ও আধুনিক মডেল শহর গঠন, সন্ত্রাসমুক্ত নগরী গড়াকে প্রাধান্য দিয়ে ২৫ দফার এ ইশতেহার পাঠ করে শোনান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, মহানগর আহ্বায়ক ডা. শাহরিয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এএএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।