ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

নির্বাচন

লক্ষ্মীপুরের ৩ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
লক্ষ্মীপুরের ৩ পৌরসভায় ভোটগ্রহণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি ও রামগঞ্জ পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে নারী ও পুরুষ ভোটাররা পৃথক লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশ ভোট দিতে শুরু করেছেন।



লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রায়পুর পৌরসভার রিটার্নিং অফিসার সোহেল সামাদ বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান বলেন, ৩ পৌরসভায় ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে অস্ত্রসহ ৬ জন পুলিশ রয়েছেন। এছাড়া প্রতি ৩টি কেন্দ্রের জন্য একটি মোবাইল টিম, প্রতি পৌরসভায় ৪টি করে স্ট্রাইকিং ফোর্সসহ র‌্যাব ও বিজিবি কাজ করবে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।