জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে বিএনপিসহ মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৬ প্রার্থী অংশ নেয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোশারফ হোসেন জানান, ক্ষেতলাল পৌরসভার মোট নয়টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৫০ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা সাত হাজার ৪৪৬ জন ও নারী ভোটারের সংখ্যা সাত হাজার ৭০৪ জন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে সবকটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি ৠাব, বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন ছিল।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি