পাবনা: পাবনায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার শেষ দিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার গোডাউন পাড়ায় এ ঘটনা ঘটে।
এদিন নৌকার মেয়র প্রার্থীর নির্বাচনী জনসভা শেষে পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার গোডাউন পাড়ায় মেয়র সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। এদের মধ্যে ৫জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজন নৌকার সমর্থক আর একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
আহতরা হলেন, শালগাড়িয়া মহল্লার আনিছ শেখের ছেলে বকুল শেখ (৫২), একই এলাকার আজাদ বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস, আজমত বিশ্বাসের ছেলে ইজাজুর বিশ্বাস, মোঃ মানকি হোসেনের ছেলে লতিফ হোসেন ও মহিউদ্দিন হোসেনের ছেলে কেটু হোসেন।
এই সংঘর্ষের ঘটনার পর পুরো শহর উত্তপ্ত হয়ে উঠে। উভয় পক্ষ শহরের গুরুত্বপূর্ণ আব্দুল হামিদ সড়কের দুই প্রান্তে অবস্থান নেয়। নৌকা পক্ষের সমর্থকরা পাবনা জেলা আ.লীগের কার্যালয়ে এবং স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকরা গোপালপুর বীনাহল চত্বরে অবস্থান নেয়। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উভয় পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের পুলিশ বেরিগেট দিয়ে রেখেছে। পুরো শহর থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। তবে সংঘর্ষের ঘটনা নিয়ে কোন কথা বলেনি রাজি হয়নি প্রশাসন।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসএমএকে/এমএমএস