গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় শনিবার (২৭ নভেম্বর) বিকেলে নিখোঁজ প্রার্থীর পরিবার ও স্বজনরা উপজেলা নির্বাচন অফিসের সামনে আজহারী করেন।
নিখোঁজ ওই প্রার্থী হলেন- কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান (৪০)। তিনি ডালিম প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
নিখোঁজের পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হয় মেহেদী হাসান। পরে বাসায় ফিরেনি। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে ওই দিন বিকেলে এ ঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন তার পরিবার।
রোববার (২৮ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিভিন্ন যায়গায় পুলিশ তার খোঁজ করছে। এছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরএস/এমএমএস