ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পায়ের ছাপ’

ঢাকায় অভিষেকের অপেক্ষায় তেলেগুফেরত মেঘলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
ঢাকায় অভিষেকের অপেক্ষায় তেলেগুফেরত মেঘলা মেঘলা মুক্তা

মুক্তি পেতে যাচ্ছে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সিনেমা ‘পায়ের ছাপ’। আগামী ২৩ ডিসেম্বর (শুক্রবার) সাইফুল ইসলাম মান্নু পরিচালিত সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন ‘পায়ের ছাপ’ মুক্তির খবর জানিয়েছেন।

তিনি বলেন, ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করে থাকে। সেই ধারাবাহিকতার নতুন প্রয়াস ‘পায়ের ছাপ’। এতে আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এই সিনেমা দেখলে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা পাবেন।

ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পায়ের ছাপ’। মূলত নারী প্রধান গল্পের সিনেমা এটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মেঘলা মুক্তা। যিনি এর আগে তেলেগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’-তে অভিনয় করেছিলেন।  

এবারই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মেঘলার সিনেমা ‘পায়ের ছাপ’ মুক্তি পেতে যাচ্ছে। এর মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছেন বলে জানালেন। তাই ‘পায়ের ছাপ’র মুক্তি উপলক্ষে মেঘলা মুক্তার উচ্ছ্বাসের কমতি নেই।  

তিনি বললেন, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে প্রথম নায়িকা হয়েছি এবার ‘পায়ের ছাপ’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে। কাজেই আমার মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছেন। দর্শকদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আছি।  

মেঘলা মুক্তা জানান, একজন নারীর সংগ্রাম করে এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে পায়ের ছাপ। বললেন, আমাদের সমাজে একজন নারীকে স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্পই পায়ের ছাপ। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে ‘পায়ের ছাপ’-এ।

মেঘলা মুক্তা বলেন, নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে ‘পায়ের ছাপ’-এ। এখন ভালো গল্প ও মেকিংয়ের সিনেমা দেখতে দর্শক হলে যাচ্ছে। আমার বিশ্বাস, ‘পায়ের ছাপ’-ও একটি পরিপূর্ণ সিনেমা যা দর্শক পুরোটা সময় উপভোগ করতে পারবেন।  

‘পায়ের ছাপ’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই সিনেমার দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক ও আতিয়া আনিশা।  

মেঘলা মুক্তা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।