ঠাকুরগাঁও: ‘ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো আসা। এ জেলার মানুষ অনেক সুন্দর করে আমাকে গ্রহণ করেছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের মেগা শো-রুম ‘১৬ আনা’ উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।
বিয়ের পর বিবাহিতদের নিয়ে কোনো ‘বিবাহিত পয়েন্ট’ আসবে কি না- এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, বিয়ে হওয়ার খুব বেশিদিন হয়নি। ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন একেবারেই আলাদা। দেখা যাক, পরবর্তীতে কি করা যায়। সবাই পাশে থাকলেই সম্ভব।
এর আগে এদিন বিকেল ৪টা ১৪ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে সস্ত্রীক ছবি শেয়ার করে ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা লিখেছেন-
‘জীবনের নতুন অধ্যায়। এ এক অন্যরকম অভিজ্ঞতা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পরিবারকে। আমাদের পরিবারের মায়ায়, ভালোবাসায়, সম্মতিতে সবকিছু সুন্দর হয়ে উঠেছে। প্রিয় মানুষটি নিজের হয়ে ওঠার এই মুহূর্তটি আগলে রাখতে চাই সারাজীবন। দোয়া করবেন আমাদের জন্য। ’
এদিকে, মেগা শো-রুম ‘১৬ আনা’র স্বত্বাধিকারী লিফাত বলেন, আমরাই প্রথম শহরে মেগা শো-রুম নিয়ে যাত্রা শুরু করলাম। আজকে পলাশ ভাই এসে আমাদের ধন্য করেছেন। আমাদের সব শো-রুমের উদ্বোধনে তিনি থাকবেন বলে আশা রাখছি। আর সবাইকে ‘১৬ আনা’য় আসার দাওয়াত রইলো।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এনএস