ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

নায়ক জায়েদ খানের এ কী হাল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
নায়ক জায়েদ খানের এ কী হাল? জায়েদ খান

সামাজিকমাধ্যমে একটি স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে- নদীর পাড়ে মাটি আঁকড়ে পড়ে আছেন চিত্রনায়ক জায়েদ খান। কাঁদা মাখা শরীর, পরণে লুঙ্গি আর সাদা টিশার্ট, গলায় আছে মাদুলিও।

ছবিটি দেখে হুট করে মনে প্রশ্ন জাগতে পারে, এমন অবস্থা কেন নায়ক জায়েদ খানের?

খোঁজ নিয়ে জানা গেছে, জায়েদ খান এখন অবস্থান করছেন নিজের এলাকা পিরোজপুর জেলায়। সেখানে তিনি ‘সোনার চর’ সিনেমার শুটিং করছেন। শুটিং চলাকালীন স্থিরচিত্র এটি।

জায়েদ খান বলেন, এই সিনেমায় একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। এজন্য মনটা ভালো না।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। এই সিনেমায় আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।